মুন্সীগঞ্জে যুবদল নেতা রানাকে দল থেকে বহিষ্কার

শুক্রবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
বহিষ্কার মাসুদ রানা
বহিষ্কার মাসুদ রানা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুহাম্মদ মাসুদ রানাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুহাম্মদ মাসুদ রানাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন অনুমোদন ও কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না। একই সাথে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় যুবদল মুহাম্মদ মাসুদ রানার জেলা যুবদলের সদস্যসচিব পদ স্থগিত করা হয়েছিল।