নান্দাইলে জাতীয় পার্টির ভাঙন, অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শুক্রবার বিকেলে পৌরশহরের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
জাতীয় পার্টির নেতাকর্মীর বিএনপিতে যোগদান
জাতীয় পার্টির নেতাকর্মীর বিএনপিতে যোগদান |নয়া দিগন্ত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় পার্টিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলটি থেকে পদত্যাগ করে কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। এ যোগদানকে স্থানীয় রাজনীতিতে জাতীয় পার্টির সাংগঠনিক দূর্বলতার স্পষ্ট প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌরশহরের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন—জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসনাত মাহমুদ তালহা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন, সহ-সভাপতি অ্যাডভোকেট ধীমান কুমার সরকার ও মো: শাহজাহান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও আহমুদুজ্জামান এবং দফতর সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া। নেতৃত্বস্থানীয় এসব নেতার দলত্যাগে নান্দাইলে জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে বলে স্থানীয়দের অভিমত।

দলীয় সূত্র জানায়, সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা একযোগে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। একাধিক ইউনিয়নে জাতীয় পার্টির কার্যক্রম এখন প্রায় স্থবির হয়ে পড়েছে।

নবাগত নেতাকর্মীরা জানান, ভোটাধিকার হরণ, গণতন্ত্রহীনতা ও একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিই একমাত্র কার্যকর রাজনৈতিক শক্তি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের স্রোতের মতো বিএনপিতে যোগদান প্রমাণ করে দেশবাসী আর দুঃশাসনের রাজনীতি চায় না।’

তিনি আরো বলেন, ‘নির্বাচিত হতে পারলে নান্দাইলকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের কবল থেকে মুক্ত করা হবে। জনগণকে সাথে নিয়ে একটি নিরাপদ, গণতান্ত্রিক ও আধুনিক নান্দাইল গড়ে তোলা হবে।’

স্থানীয় রাজনীতিতে এই গণযোগদান আসন্ন নির্বাচনে নান্দাইলের রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।