শ্রীমঙ্গলে ২২ জানুয়ারি যাচ্ছেন তারেক রহমান

আগামি ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ঢাকা থেকে বিমানযোগে সিলেট এসে মাজার জিয়ারত শেষে সিলেট ও মৌলভীবাজারে জনসভায় বক্তব্য দেবেন। এরপর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুরে পথসভায় অংশ নেবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপি আজকালের মধ্যেই সার্বিক কার্যক্রম হাতে নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি চায়ের জনপদ শ্রীমঙ্গলে যাচ্ছেন। এদিন তিনি সিলেট ও মৌলভীবাজারের জনসভায় অংশগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। পরে সড়কপথে ঢাকায় ফেরার সময় শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (রহ:)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করবেন।

পরে সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেয়ার পর শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়া দিগন্তকে বলেন, ‘আগামি ২২ জানুয়ারি আমাদের চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে আসছেন। সড়ক পথে ঢাকায় ফেরার সময় শ্রীমঙ্গলে তিনি নির্বাচনী পথসভায় অংশ নেবেন।’

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো: আব্দুর রহিম রিপন নয়া দিগন্তকে জানান, আগামি ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ঢাকা থেকে বিমানযোগে সিলেট এসে মাজার জিয়ারত শেষে সিলেট ও মৌলভীবাজারে জনসভায় বক্তব্য দেবেন। এরপর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুরে পথসভায় অংশ নেবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপি আজকালের মধ্যেই সার্বিক কার্যক্রম হাতে নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্রীমঙ্গলে আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।