ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সিলেট নগরীতে অনুষ্ঠিত হয়েছে সিলেটের জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ২০ ডিসেম্বর প্রকাশিত হবে।
শনিবার (১ নভেম্বর) নগরীর ৩টি কেন্দ্র শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজার, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা ও আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় নগরীর প্রায় ৩৫০টি স্কুল ও মাদরাসার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এদিকে মেধাবৃত্তি উপলক্ষে শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। এছাড়া আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। একইসাথে তারা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।
অভিভাবকরা জানান, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করছে। এসব বৃত্তির ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো মনোযোগী হচ্ছে।’
মেধাবৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষাবিদ ডা. আব্দুল লতিফ, ডা. মাশুক আহমদ, শাহাজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজারের অধ্যক্ষ গোলাম রব্বানী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, ফিলিপাইন্সের ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আনোয়ারুল ওয়াদুদ টিপু, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শাহীন আহমদ ও ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু।
এছাড়া মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের পরিচালক ডা. নাবিল মাহমুদ নিলয়, সহকারী পরিচালক আহসান হাবীব ও মুফাসসির আহমদ চৌধুরী, স্কুল প্রতিনিধি রেজাউল ইসলাম, ফাহাদ হোসাইন, মো: তৌহিদুল ইসলাম ও আবুল হাসান রিয়াদ প্রমুখ।



