বাউলশিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে ওলামায়ে কেরাম ও মুসলিম জনতার ব্যানারে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন বুলবুল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মমিনুর ইসলাম, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেছেন ভন্ড বাউল শিল্পী আবুল সরকার। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, আমরা তার ফাঁসি চাই। ওই শিল্পী যে স্পর্ধা দেখিয়েছেন তা ক্ষমা করার মতো নয়।



