কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বিভিন্ন সরঞ্জামাদি উপহার জামায়াতের

সোমবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা: নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করা হয়।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia Sadar
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি তুলে দিচ্ছেন জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক আবুল হাশিম
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি তুলে দিচ্ছেন জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক আবুল হাশিম |নয়া দিগন্ত

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শহর জামায়াতের উদ্যোগে ১১টি রোগী পরিবহনের ট্রলি, দুটি হুইল চেয়ার, দর্শনার্থীদের জন্য বসার চেয়ার, খাবার পরিবহনের ট্রলি ও বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা: নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে হাসপাতাল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, ইসলামী চিন্তাবিদ ও কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা, কুষ্টিয়া ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মনিরুজ্জামান মানিক ও ডা: আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: ফারুক হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশ, নার্স সুপার ফরিদা ইয়াসমিন, শাহনাজ খাতুনসহ জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ এবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় জেলা জামায়াতের আমির বলেন, ‘জনসেবার মাধ্যমেই প্রকৃত ইসলামী আদর্শ প্রতিফলিত হয়। আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই। ইতোপূর্বে জামায়াতের সহযোগিতায় এ হাসপাতালে বিভিন্ন সরঞ্জমাদি দিয়ে সহযোগিতা করা হয়েছে। আগামীতে সহযোগিতার ধারবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নতিতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান। এছাড়া অনতিবিলম্বে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর জোর দাবি জানান।

হাসপাতালের সহকারী পরিচালক ডা: নাসির উদ্দিন এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘জামায়াতের মানবিক সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে, এই সহায়তা আমাদের ভোগান্তি কিছুটা লাঘব করবে।’

কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেন, ‘সকলকে এই হাসপাতালটির দিকে নজর রাখতে হবে। আগামীতে এই হাসপাতালের সার্বিক উন্নয়নে জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।’