টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে হাসিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত হাসিদুল ইসলাম সুভার ভিটা গ্রামের বোদা থানার পঞ্চগড় জেলার বাদশা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে ওই ব্যক্তি পুকুরের সিঁড়ির কাছে নিজের ব্যাগ রেখে গোসল করতে নামেন। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি পর বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘচেষ্টার পর ডুবুরি দল পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোকছেদুর রহমান জানান, ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধারকৃত লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



