কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো লাশ

ওই ব্যক্তির গায়ে কালো রঙের টি-শার্ট ও হাফপ্যান্ট ছিল। লাশের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
কুয়াকাটা সমুদ্র সৈকত
কুয়াকাটা সমুদ্র সৈকত |ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে তিন দিনের ব্যবধানে আবারো ভেসে এলো অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কুয়াকাটার চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ স্থানীয়দের কল পাওয়ার পর কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। ওই ব্যক্তির গায়ে কালো রঙের টি-শার্ট ও হাফপ্যান্ট ছিল। তবে লাশের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয়রা ধারণা করছে, লাশটি কয়েকদিন আগে সাগরে নিখোঁজ হওয়া কোনো জেলের হতে পারে।

এর আগে গত ২৩ আগস্ট একই সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছিল।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Topics