গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে ২৪০ লিটার চোলাইমদ সহ ৩ জন আটক হয়েছে।
সোমবার (৭ জুলাই) রাত ১০টা হতে ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন আইডাব্লিউ অফিস সংলগ্ন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারি সুনীল বাবু (২০), চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্রকে (৩১) আটক করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্প সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েত নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় মাদক কারবারে জড়িত তিনজনকে হাতানাতে আটক করা হয়। সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। আমাদের অভিযান চলমান ৷
আটক মদসহ তিনজনকে সংশ্লিষ্ট থানার সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।