ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের জরুরি সভা, ভিসির পদত্যাগ পত্র গ্রহণ

সভায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দিন আহমেদের পদত্যাগপত্র গৃহীত হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের জরুরি সভা, ভিসির পদত্যাগ পত্র গ্রহণ
ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের জরুরি সভা, ভিসির পদত্যাগ পত্র গ্রহণ |নয়া দিগন্ত

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যদের অংশগ্রহণে জরুরি অনলাইন সভা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) নাসির উদ্দিন আহমেদ।

সভায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দিন আহমেদের পদত্যাগপত্র গৃহীত হয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের জন্য একজন অভিজ্ঞ ও যোগ্য ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্যে জাতীয় পর্যায়ের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা এবং বিডিজবস.কম-এ বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার সর্বশেষ অগ্রগতি ও শিক্ষার্থীদের অন্যান্য দাবির বিষয়ে সরাসরি আলোচনা করার উদ্দেশ্যে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা অতিশীঘ্রই ফেনী ইউনিভার্সিটি ক্যাম্পাসে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ফেনী ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য সহকারে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

ফেনী ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রসঙ্গত ভিসি এর পদত্যাগ, স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবিতে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করে আসছে।