চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার মূল আসামি তামিম হোসেনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) রাতে জীবননগর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা ৩ অক্টোবর জীবননগর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ওই গ্রামের মামুন হোসেন ঘেনার ছেলে তামিম হোসেনকে (১৮) একমাত্র অভিযুক্ত করা হয়। মামলার পর থেকে পলাতক ছিলেন তামিম। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার রাত ৮টার দিকে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তামিম তার নানার বাড়ি গয়েশপুর গ্রামে বসবাস করতেন। একই এলাকায় থাকার সুবাদে কৌশলে ভুক্তভোগী ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলেন তিনি। ঘটনার রাতে (২ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রী প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হলে পূর্বপরিকল্পিতভাবে তামিম তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক তার নানার বাড়িতে নিয়ে যায় এবং সেখানের একটি কক্ষে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর মা মেয়েকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে কান্নার শব্দ শুনে তামিমের শয়নকক্ষ থেকে মেয়েকে উদ্ধার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।