ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মো: সাদ্দাম হোসেনকে (৩২) গুলি করে হত্যার প্রধান অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাসাবো এলাকায় র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প ও র্যাব-৩ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এর আগে বৃহস্পতিবার রাতে শহরের কান্দিপাড়া এলাকায় সাদ্দাম হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে দেলোয়ার হোসেন দিলীপ পরিকল্পিতভাবে সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের বাবা মো: মস্তু মিয়া বাদি হয়ে দিলীপকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: নূরনবী জানান, হত্যার পর থেকে দিলীপ পলাতক ছিলেন। তিনি ঢাকার বাসাবো এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।



