টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের ছয় দিন পর মো: ইউসূফ আলী (৭০) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকালে তার পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার জিবিজি কলেজের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইউসূফ আলী পৌরসভার চন্দশী গ্রামের মরহুম গণি মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ইউসূফ আলী উপজেলার জিবিজি কলেজে দীর্ঘদিন ধরে নৈশপ্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন। গত ৫ জুন রাত থেকে তিনি নিখোঁজ হয়ে পড়েন। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। ছয় দিন পর মঙ্গলবার বিকেলে ওই কলেজের পুকুরে পা বাঁধা অবস্থায় তার লাশ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘নিখোঁজ ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’