লালমনিরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও বিভেদ রোধে দুই নেতাকে কড়া নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) লালমনিরহাট জেলা বিএনপির দফতর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়।
চিঠি প্রাপ্তরা হলেন- লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মো: রোকন উদ্দিন বাবুল ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম।
চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনি যে ধরনের সভা সমাবেশের আয়োজন করছেন, তার ফলে তৃণমূল রাজনীতিতে নেতাকর্মীদের মাঝে চরমভাবে বিরোধ ও বিভেদের সৃষ্টি হচ্ছে। তাই বিএনপি থেকে মনোনয়ন সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগত জনসংযোগ ব্যতীত বিরোধ ও বিভেদের সৃষ্টি হয় এমন ধরনের সভা-সমাবেশ না করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ জানাচ্ছি।
লালমনিরহাট জেলা বিএনপির দফতর সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতাদের আলাদা আলাদা সভা ও মিছিলের কারণে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নীতিমালা মেনে জেলা কমিটির পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট জেলা বিএনপির দফতর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, ‘ইতোমধ্যে পৃথক পৃথক চিঠি দেয়ার মাধ্যমে এ সিদ্ধান্ত তাদের জানানো হয়েছে।’



