বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে দল থেকে সদ্য পদত্যাগকারী সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক ‘হাতপাখা’ নিয়ে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পরই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি দাবি করেন, উপজেলার তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনসমর্থন রয়েছে এবং সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি ঈশ্বরগঞ্জে দৃশ্যমান উন্নয়ন করেছেন।
তিনি আরো বলেন, ‘আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। অতীতেও জনগণের পাশে ছিলাম, আগামীতেও তাদের সেবা করার সুযোগ পাবো বলে আশাবাদী। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ে তুলব।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ বলেন, ‘জোটগত সিদ্ধান্তের মাধ্যমে জননন্দিত সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীনের হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।’
তিনি আরো বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তি বা দলের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দেয়। আদর্শিক রাজনীতি ও সততার ভিত্তিতে আমরা এই নির্বাচনে একটি মডেল ঈশ্বরগঞ্জ গড়তে চাই।’



