খাগড়াছড়িতে স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার

শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার ফেসবুক পেজে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে তারা তাদের আট দফা দাবি কার্যকর করার আহ্বান জানিয়েছে।

Location :

Khagrachari
জুম্ম ছাত্র-জনতার অবরোধ চলাকালে খাগড়াছড়ি শহরের দৃশ্য
জুম্ম ছাত্র-জনতার অবরোধ চলাকালে খাগড়াছড়ি শহরের দৃশ্য |সংগৃহীত

খাগড়াছড়ি ও রামগড় সংবাদদাতা

খাগড়াছড়িতে স্থগিত রাখা অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনটির ফেসবুক পেজে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে তারা তাদের আট দফা দাবি কার্যকর করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জুম্ম ছাত্র-জনতা জানায় , গত ১ অক্টোবর জেলা প্রশাসক, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে আন্দোলনকারীরা হত্যাকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগের স্বতন্ত্র তদন্ত, ধর্ষণ মামলার বাকি আসামিদের গ্রেফতার, আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং আন্দোলনের সময় আটককৃতদের মুক্তি দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি আরো জানায় , প্রশাসন দাবিগুলো বাস্তবায়ন এবং নিহতদের পরিবারকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি জানায়। তবে জুম্ম ছাত্র-জনতা সতর্ক করেছে, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে পারে।

গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীর ধর্ষণের অভিযোগে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয়। এরই জের ধরে জেলা শহর ও রামগড় উপজেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। তিনজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়। তবে তিন সদস্যের চিকিৎসক দলের পরীক্ষা অনুযায়ী ভুক্তভোগী কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত মেলেনি।