খাগড়াছড়িতে সহিংসতা

অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে : জেলা প্রশাসক

৫ সদস্যের তদন্ত কমিটি গঠিত

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলার গুইমারায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন প্রশাসনের লোকদের
গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন প্রশাসনের লোকদের |নয়া দিগন্ত

অবরোধ তুলে নিলেই সেখান থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এ বি এম ইফতেখারুল ইসলাম। একইসাথে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলার গুইমারায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েলসহ প্রশাসনের বিভিন্ন পযায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন তারা।

জেলা প্রশাসক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন, ক্ষতিগ্রস্তরাও বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন।

এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করে জেলা প্রশাসক বলেন, ‘আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য। আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পুনবার্সন করার উদ্যোগ নেয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নিব। নিহত ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে প্রশাসন।’

জেলা প্রশাসক সাংবাদিকদের আরো জানান, ‘অবরোধকারীদের সাথে আমাদের একটা বৈঠক হয়েছে। তাদের যে আট দফা রয়েছে তার মধ্যে আমরা সাতটা অ্যাড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে যেন বিষয়টির সমাধান হয়। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরাও ১৪৪ ধারা প্রত্যাহার করব।’

এ সময় পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল বলেন, ‘সহিংসতায় যারা হতাহত হয়েছেন তাদের পরিবারকে মামলা করার জন্য অনুরোধ করা হয়েছে। তারা মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা করা হবে।’