নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার চেষ্টায় সিরাজগঞ্জের তাড়াশে মো: তারেক হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
রোববার (২৫ মে) সন্ধ্যায় তাড়াশ থানা পুলিশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করে।
আটক মো: তারেক হোসেন উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
আটকের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তারেক হোসেন নেশাগ্রস্ত একটি যুবক। পাশাপাশি বেকার। সে দীর্ঘদিন ধরে নানা ধরনের নেশা গ্রহণ করে আসছে এবং নেশার টাকার জন্য মা তারা বেগমকে (৫৫) প্রায়ই মারধর করে থাকে।
তারই ধারাবাহিকতায় নেশাগ্রস্ত তারেক রোববার সকাল থেকে মাকে নেশা কেনার জন্য টাকা দিতে বলে। কিন্তু টাকা না থাকায় তিনি তা দিতে পারেনি। একপর্যায়ে বিকেলে তারেক তার মাকে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে। মারপিটের এক পর্যায়ে মায়ের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে ও তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে লোকজন এসে আহত তারা বেগমকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয়রা তাড়াশ থানা পুলিশকে জানালে তাড়াশ থানা পুলিশের একটি দল সন্ধ্যার দিকে বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে তারেক হোসেনকে আটক করে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান জানান, মাকে হত্যার চেষ্টার অভিযোগে ছেলে তারেককে আটক করা হয়েছে।