খুলনায় যু্বককে গুলি করে হত্যা

রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা সিএনজি স্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনার ম্যাপ
খুলনার ম্যাপ |ফাইল ছবি

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৪) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা সিএনজি স্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাগর গ্রীন বাংলা আবাসিকের পেছনের বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন যুবক তার গতিরোধ করে গুলি করতে থাকে। একটি গুলি তার মাথায় এবং অপরটি তার হাঁটুতে লাগে। গুলির শব্দে আশাপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ শুনতে পেয়ে ওই এলাকার বাসিন্দা আব্দুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনা জানায়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনীদের গ্রেফতারে আশপাশের এলাকায় অভিযান শুরু হয়েছে। বিষয়টি তদন্তনাধীন আছে।