মিয়ানমারঘেঁষা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে ওপারের আরাকান আর্মির ছোড়া একটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। এটি একটি বাসার দেয়ালে বিদ্ধ হয়।
এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তায় সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবির টহল বাড়ানো হয়েছে।
ওই এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফরিদ আলম ও স্থানীয় লোকজন জানিয়েছেন, সকালে চাকঢালা সীমান্তের ৪৩ নম্বর পিলারের ওপারে পুরান মইজ্জার ক্যাম্প থেকে সে দেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে একটি গুলি সীমান্তের চেরার মাঠ এলাকার সৈয়দ আলমের বসতঘরের দেয়ালে আঘাত করে। এ সময় ওই এলাকায় লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুরান মইজ্জার ক্যাম্পটি সাম্প্রতিক সময়ে মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে আরাকান আর্মি দখল করে নেয়।
সীমান্তর ওপারে বেশ কিছুদিন থেকে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা বিদ্রোহী দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে আরাকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
এদিকে ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করেছে বিজিবি। স্থানীয় লোকজনদের সীমান্ত এলাকার কাছে যেতে বাধা দেয়া হচ্ছে।