ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কে আলিয়াবাদ গোলচত্বর থেকে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের কর্মী-সমর্থকরা এ কর্মসূচি পালন করেন। পরে নবীনগর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, আসনটিতে বিএনপির সাবেক জেলা আহ্বায়ক ও উপজেলা সভাপতি আইনজীবী এম এ মান্নানকে মনোনয়ন দেয়া হয়েছে।
নবীনগরে অনুষ্ঠিত মশাল মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হজরত আলী, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন মোল্লা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আকরাম, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি রাজু খান প্রমুখ।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে যাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে তাকে গত ১৭ বছর দলের দুর্দিনে নবীনগরে পাওয়া যায়নি। আমাদের সুখ-দুঃখে পাশে ছিলেন জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস। এ আসনে তাকে মনোনয়ন না দেয়া হলে আমরা আরো কঠিন আন্দোলনে যাব। আমাদের দাবি, বিএনপির প্রার্থী এ আসনে পুনর্বিবেচনা করা হোক।
এছাড়া তারা আরো অভিযোগ করে বলেন, বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটিতে ৩০-৩৪ জন লোক তার আত্মীয়স্বজন রয়েছে।
কাজী নাজমুল হোসেন তাপস সাবেক চার বারের এমপি মরহুম কাজী আনোয়ার হোসেন হোসেনের ছেলে ও ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।



