শ্রীপুরে জবাই করা দুটি ঘোড়ার মাংসসহ এলাকাবাসীর হাতে কসাই আটক

শুক্রবার (২১ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী (রজ’র মোড়ে) এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Sripur
আটক কসাই রুবেল এবং (ইনসেটে) জবাই করা ঘোড়ার মাথা
আটক কসাই রুবেল এবং (ইনসেটে) জবাই করা ঘোড়ার মাথা |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে জবাই করা ঘোড়ার মাংস বিক্রির প্রক্রিয়ার সময় দুটি ঘোড়ার মাংসসহ রুবেল নামে এক কসাইকে আটক করেছে এলাকাবাসী। এ সময় ধাওয়া খেয়ে পালিয়ে গেছে আরো তিন ব্যবসায়ী।

শুক্রবার (২১ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী (রজ’র মোড়ে) এ ঘটনা ঘটে।

আটক রুবেল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার বাসিন্দা।

এসময় পালিয়ে যাওয়া অভিযুক্ত আবুল খায়ের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নওদা গ্রামের বাসিন্দা। অপর অভিযুক্ত হাসান গাজীপুর এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়া অপরজনের পরিচয় জানা যায়নি।

আটক রুবেল কসাই ও স্থানীয়রা জানান, অভিযুক্তরা বৃহস্পতিবার রাতে পিকআপযোগে শ্রীপুরের বেলতলী রজ’র মোড় এলাকায় দুটি ঘোড়া এনে বেঁধে রাখে। রাত গভীর হলে তারা ওই দুটি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়া করতে থাকে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে শুক্রবার ভোর ৬টার দিকে তাদেরকে ঘিরে ফেলে। এসব মাংস তারা স্থানীয় মাওনা, হোতাপাড়া, সালনা ও জয়দেবপুরের বিভিন্ন খাবার হোটেলে সরবরাহের জন্য প্রক্রিয়া করছিল।

তাছাড়া গরু জবাই করে গোপনে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রির অভিযোগও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসীর জিজ্ঞাসাবাদের সময় কৌশলে অভিযুক্ত দুই ব্যবসায়ী পালিয়ে গেছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ কসাই রুবেলকে আটক করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে জনগণ তাকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। শনিবার (২২ নভেম্বর) তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।’