সিলেটে পাথর লুটের ঘটনায় এবার বিজিবির তদন্ত কমিটি

এবার পাথর লুটপাটের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) দায়িত্বে কোনো অবহেলা আছে কি না সেই বিষয় খতিয়ে দেখতে তাদের সদর দফতরের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
লালাখাল এলাকা পরিদর্শন করে বিজিবি
লালাখাল এলাকা পরিদর্শন করে বিজিবি |নয়া দিগন্ত

বহুল আলোচিত সাদাপাথরসহ সিলেটের বিভিন্ন পর্যটন স্পটের পাথর লুটের ঘটনায় বিজিবির ভূমিকা নিয়েও সরকারের বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। যদিও বিজিবির পক্ষ থেকে বার বার সেটি অস্বীকার করা হয়েছে। এবার পাথর লুটপাটের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) দায়িত্বে কোনো অবহেলা আছে কি না সেই বিষয় খতিয়ে দেখতে তাদের সদর দফতরের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে লালাখাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার।

এ সময় জুবায়ের আনোয়ার বলেন, ‘সাদাপাথর লুটপাটের সাথে জড়িত মহল বিজিবি সম্পর্কে নানা ধরনের অপপ্রচার করছে। কিন্তু সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে। এ কারণেই বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৩০০ গজের মধ্যে এলাকাগুলো থেকে পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক লুটপাটের পর বিজিবি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল বৃদ্ধিসহ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। গত ২ মাসে পাথর চুরিতে ব্যবহৃত ৬ শতাধিক বারকি নৌকা জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।’

উল্লেখ্য, সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠিত এ কমিটি সরেজমিন তদন্ত শেষে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে।