পিরোজপুরে প্রবীণদের অধিকার নিশ্চিতকরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ‘শেয়ারিং মিটিং ও বেইজলাইন সার্ভে স্টাডি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার‘র (রিক) আয়োজনে ও আইএসআইজিওপি প্রকল্পের আওতায় শহরের উদ্দীপন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ বলেন, ‘প্রবীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।’
রিক’র নির্বাহী সদস্য ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু সভাপতিত্ব ও সার্ভে রিপোর্ট ধরে মূল আলোচনা করেন। এছাড়া উপস্থাপনা ও প্রাসঙ্গিক দিক তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্না। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের আরএমও ডা: মো: নিজাম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল কবির, জেলা যুব উন্নয়ন অধিদফতর উপ-পরিচালক মো: আব্দুল হাই মল্লিক, মহিলাবিষয়ক অধিদফতর উপ-পরিচালক মনিকা আক্তার ও রিকের প্রোগ্রাম অফিসার মোকলেছুর রহমান।
এছাড়া অন্য অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত থেকে মতামত বক্তব্য রাখেন নারী নেত্রী মিনারা মাহাবুব, খালেদা আক্তার হেনা, সাংবাদিক হাসান মামুন, প্রবীণ নেতা বেলায়েত হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, যুব প্রতিনিধি ফারজানা মিম, রাকিব, রবিউল, এনজিও প্রতিনিধি হাফিজুল (আশা), হাসিবুল (ব্র্যাক), আসাদুল (ডিডিজে) প্রমুখ।
কর্মশালায় বেইজলাইন সার্ভের প্রাথমিক ফলাফল উপস্থাপন করে প্রবীণদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, প্রবীণদের আয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবাকে প্রবীণবান্ধব করা, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে প্রবীণদের সুরক্ষা, লিঙ্গ সমতায় প্রবীণদের অংশগ্রহণ, সর্বজনীন পেনশন বাস্তবায়ন সময়ের দাবি।
এদিকে বিশেষভাবে প্রস্তাব করা হয়, বয়স্ক ভাতা প্রদানের বয়সসীমা নারীদের জন্য ৫৭ ও পুরুষদের জন্য ৬০ বছরে নির্ধারণ এবং ৮০ বছরের বেশি প্রবীণদের ভাতা বৃদ্ধি। এছাড়া প্রবীণদের জন্য স্বাস্থ্য কার্ড চালু ও যুবকদের কেয়ারগিভার হিসেবে প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত সুপারিশ করা হয়।
প্রকল্পের সময়সীমা : ১ অক্টোবর শুরু হয়ে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত চলবে।