বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থী অলিউল্লাহ নোমান চুনারুঘাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ মতবিনিময় সভা করেন।
অলিউল্লাহ নোমান বলেন, আমি নির্বাচিত হয়ে চুনারুঘাট-মাধবপুরের নেতা না হয়ে সেবক হতে চাই। আমি যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত তাই আপনারা আমাকে এমপি বা নেতা হিসেবে সম্মোধন করার দরকার নেই আমাকে নোমান ভাই হিসেবে ডাকলেই আমি খুশি হবো। চুনারুঘাট মাধবপুরের শিক্ষা, মাদক, রাস্তাঘাট নির্মান, আইনশৃংখলা পরিস্থিতি সহ সকল বিষয়ে আন্তরিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সাজিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মীর সাহেব আলী, শানখলা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মহিদ আহমদ চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি কামরুল ইসলাম, মাধবপুরের নয়া দিগন্ত প্রতিনিধি আবুল খায়ের, প্রেস ক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক তোফাজ্জল মিয়া, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান উজ্জল, নির্বাহী সদস্য সাংবাদিক শেখ হারুনুর রশিদ, নূর উদ্দিন সুমন, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমেদ,এস আর রুবেল, মোঃ মাসুদ আলম,ওয়াহিদুল ইসলাম জিতু,আবদুল হাই প্রিন্সসহ সাংবাদিক ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।



