নোয়াখালীতে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সোমবার সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম ঘোষণা করেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর ৬টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন- নোয়াখালী-১ (চাটখিল) বেগম জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) বেগম জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ (জেলা সদর ও সুবর্ণচর উপজেলা) মো: শাহাজাহান, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) মো: ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ (হাতিয়া) মো: মাহমুদুর রহমান।