১৫ টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ১৫ টাকা নিয়ে বিরোধের জেরে কিশোরের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরের কালিয়াকৈরে ১৫ টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ১৫ টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত |নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরে ১৫ টাকা নিয়ে বিরোধের জেরে কিশোরের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় এপেক্স ল্যাঞ্জারী কারখানার সামনে পোল্ট্রি খাদ্য বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।

নিহত যুবক আকবর হোসেন (২৫) যশোরের কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের মোবারক মোড়লের ছেলে।

আটক কিশোর লিমন (১৪) কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তারা দুজনেই মিজানুর রহমানের মালিকানাধীন পোল্ট্রি খাদ্য বিক্রির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

দোকান মালিক পোল্ট্রি খাদ্য ব্যবসায়ী মিজানুর রহমান জানান, সকালে দোকানে আসতে তার একটু দেরী হয়। এসময় ওই দুই কর্মচারী দোকান চালাচ্ছিল। সকাল ১০টার দিকে দোকানের পাশের গোসল খানায় লিমন গোসল করতে যায়। গোসল খানা থেকে বের হওয়ার সময় গোসল খানায় রাখা ১৫ টাকা আনতে ভুলে যায় সে। কিছুক্ষণ পরেই আকবর হোসেনও গোসল করতে যায়। সে গোসল খানা থেকে বের হলে লিমন গোসল খানায় ভুলে রেখে আসা তার ১৫ টাকা পায়নি। পরে সে আকবর হোসেনের কাছে তার ১৫ টাকা চাইলে সে দেবে না বলে জানায়। এ নিয়ে তাদের মাঝে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে লিমন দোকানে থাকা ধারালো ছুরি দিয়ে আকবর হোসেনের বুকে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা লিমনকে আটক করে পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে নিয়ে যায়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যায় সরাসরি জড়িত থাকায় লিমনকে আটক করেছে পুলিশ। থানা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।