বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবলে টমটম ছিনতাইয়ের চেষ্টায় কাসেম (২৫) নামে এক চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ভাতকাটিয়া স্কুলের পাশে তার লাশ উদ্ধার করা হয়।
কাসেম উপজেলার লামাতাশী গ্রামের বাসিন্দা আব্দুল আলীর ছেলে।
সূত্রে জানা গেছে, কাসেম জীবিকার তাগিদে টমটম চালাতেন। গতকাল সোমবার রাত থেকে তাকে ও তার টমটম পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।