শৈলকুপায় সার মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ভর্তুকির সার উদ্ধার করা হয়েছে। এদিকে অভিযানের খবর জানতে পেরে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদাম বন্ধ রেখে সটকে পড়েন বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সার সঙ্কট দেখিয়ে সার ব্যবসায়ীরা কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করার কারণে সকালে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান শুরু করে। শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা ও সেনাবাহিনীর অভিযান চালিয়ে শৈলকুপার হাইস্কুল রোড সংলগ্ন মেসার্স জীম ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। এছাড়া পাইলট স্কুল মার্কেটের একটি গোডাউনে তালাবদ্ধ অবস্থায় ১১০ বস্তা টিএসপি ও ৭৫ বস্তা ডিএপি উদ্ধার করা হয়েছে। তবে মালিক পালিয়ে যান। পরে উদ্ধার সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করে দেয়া হয়। এ সময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, সরকারি ন্যায্যমূল্যের সার বেশি দামে বিক্রি করার অভিযোগে আমরা অভিযান চালিয়ে দুটি গুদাম থেকে ২৭৫ বস্তা ডিএপি সার ও ৭৫ বার্তা টিএসপি সার উদ্ধার করে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে দিয়েছি।


