ধর্ম নিয়ে কটূক্তি

ভালুকায় নিহত দীপুর পরিবারের দায়িত্ব সরকার গ্রহণ করবে : শিক্ষা উপদেষ্টা

‘কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

সাইফুল মাহমুদ, ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
নিহত দীপু দাসের পরিবারের সাথে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার
নিহত দীপু দাসের পরিবারের সাথে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পিটিয়ে হত্যা করা পোশাককর্মী দীপু চন্দ্র দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। এ সময় তিনি জানান, পরিবারটির দায়িত্ব সরকার গ্রহণ করবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি সেখানে যান। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

অধ্যাপক সি আর আবরার বলেন, ‘কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইনি পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে।’

প্রধান উপদেষ্টার নির্দেশে দীপু চন্দ্র দাসের মা-বাবাসহ পরিবারের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়ে তিনি বলেন, ‘একটা ঘটনা ঘটেছে, এখন পরিবারের কী চাহিদা, তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে স্থানীয় প্রশাসন সহযোগিতা করবে।’

এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নার ভেঙে পড়েন দীপুর পরিবারের সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।

তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘এ ধরনের বিভিন্ন রকমের সম্প্রদায়গত সমস্যা সৃষ্টি করার জন্য একটি চক্র সুযোগ নেবে। কিন্তু মিডিয়া, বৃহত্তর সমাজ ও রাষ্ট্রকে সজাগ থাকতে হবে। যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, দুর্বলের ওপর যেন আর অত্যাচার না হয়। সেটি নিশ্চিত করতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের যে পথ আমরা জাতি হিসেবে নির্দিষ্ট করেছি, আমরা অতি দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে এবং কালক্ষেপণ না করে সেপথেই এগুতে চাই।’

‘সরকার নির্বাচনের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। যত রকমের অপচেষ্টা হোক না কেন, এসমস্ত ঘটনা নির্বাচন বানচালে কোনো প্রকার প্রভাব ফেলবে না,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই হয়তো এসব করা হচ্ছে। কিন্তু সেই চাপে নতি স্বীকার করার ইচ্ছা সরকারের নেই। সকল সমস্যা ও সংকট নিরসনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উত্তরণ ঘটাতে পারবে। জাতি হিসেবে আমরা সবাই এটাই প্রত্যাশা করি। একইসাথে সরকারও অঙ্গীকারাবদ্ধ।’

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এস এম নাজমুস ছালেহীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।