মহাদেবপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৪ জন আটক

তারা দেশের বিভিন্ন এলাকা থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পাশের দেশে পাচার করতো।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আটক চারজন
কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আটক চারজন |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুর উপজেলার হামিদপুর গ্রাম থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বুধবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।
এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আসামিরা হলেন- হামিদপুর গ্রামের পরলোকগত অশ্বিনী কুমারের ছেলে গৌতম চন্দ্র মণ্ডল (৪৫), ভালাইন গ্রামের মো: হোসেন আলীর ছেলে আশিক ইসলাম (৩৯), একই গ্রামের মরহুম হামিদুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩৪) এবং মো: আব্দুর রাজ্জাকের ছেলে দেলোয়ার হোসেন (৩৩)।

র‍্যাব জানায়, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পাশের দেশে পাচার করতো। পাচারের উদ্দেশ্যে বিষ্ণুমূর্তিটি তাদের কাছে রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব কয়েকদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে অভিযান চালিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহাদেবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।