লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) লোহাগড়ায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ।

পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান সরজিৎ কুমার টিকাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক শ্যামল চন্দ্র রায়, বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, লোহসগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, সমাজসেবক ও কবি সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীন, খামারী মো: আফসার হোসেন প্রমুখ।