দেশে স্বৈরাচারের বিচার দৃশ্যমান করার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, জামায়াতে ইসলামী দু’জন মন্ত্রীর মাধ্যমে প্রমাণ করেছে যে জামায়াত দেশ পরিচালনায় সক্ষম।
তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশে পিআর সিস্টেম চালু রয়েছে, তাই জামায়াতের দাবি, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। জুলাই সনদকে প্রতিষ্ঠিত করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচন দেয়া যেতে পারে।’
শনিবার (৯ আগস্ট) সকালে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া হাজী শরীয়াতুল্লাহ ইয়াতিমখানায় আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে এক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের তার, আগামীর দিন শুধু সম্ভাবনার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আলমগীর বিশ্বাস, খন্দকার এ কে এম আলী মুহসিন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন।
অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।
মোবারক হোসাইন সরকারের কাছে দাবি জানান, ‘দেশের স্বৈরাচারের বিচার দৃশ্যমান হতে হবে।’
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব এবং রোকনদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।’
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার রোকনরা অংশ নেন এবং ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।