ঝিনাইদহের শৈলকূপায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ মো: পলাশ মিয়া নামে সাবেক এক সেনা সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (৬ জুলাই) দিবাগত রাতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে তাকে আটক করা হয়।
এ সময় পলাশের বাড়ি থেকে একটি এক নলা রাইফেল, ইলেক্ট্রনিক সক মেশিন এবং একটি রামদা উদ্ধার করে সেনাবাহিনী।
পলাশ মিয়া সারুটিয়া ইউনিয়নের কৃর্তিনগর গ্রামের মো: জিয়ারত আলীর ছেলে বলে জানা গেছে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শাকিল আহমেদ জানান, ‘সেনাবাহিনীর উদ্ধার করা অস্ত্রসহ আটক করা সাবেক সেনা সদস্যকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।’