সিলেটে টাস্কফোর্সের অভিযানে মাদক জব্দ, আটক ৬

তাদের মধ্যে প্রথম পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক শান্তি লালের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও আরো চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে টাস্কফোর্সের অভিযানে মাদকসহ আটক ৬
সিলেটে টাস্কফোর্সের অভিযানে মাদকসহ আটক ৬ |নয়া দিগন্ত

সিলেট টাস্কফোর্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও বিভিন্ন মোবাইল ফোনসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বীর, র‌্যাব-৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ১৫টি নতুন-পুরনো মোবাইল ফোন জব্দ করা হয় এবং মাদক কারবারের সাথে জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বিশাল (২৩), আকাশ (২৩), সুব্রত (২১), রাজা (২০), করণ লাল (২২) ও শান্তি লাল (৪০)।

তাদের মধ্যে প্রথম পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক শান্তি লালের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও আরো চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আইনানুগ ব্যবস্থা গ্রহণ-পূর্বক আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’