আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো: আফজাল হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
আফজাল হোসেন কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া, জেলা দাওয়া বিভাগের সেক্রেটারি আব্দুল মান্নান, খোকসা উপজেলা আমির নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং কুমারখালী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রিয়াদ-আল মাহমুদ প্রমুখ।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফজাল হোসেন নির্বাচনের ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’



