রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মৃত্যু

সুরাইয়া বাড়ির পুকুরপাড়ে বসে খেলাধুলা করছিল। হঠাৎ কৃষি জমিতে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরপাড়ে উঠে যায়। এতে মাহিন্দ্রাটির নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিন আহম্মেদ, পায়রা বন্দর (পটুয়াখালী)

Location :

Patuakhali
মাহিন্দ্রার চাপায় শিশুর মৃত্যু
মাহিন্দ্রার চাপায় শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা গাড়ির চাপায় সুরাইয়া (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া ওই গ্রামের বাসিন্দা ইলিয়াস হাওলাদারের একমাত্র কন্যাসন্তান।

স্থানীয়রা জানায়, সুরাইয়া বাড়ির পুকুরপাড়ে বসে খেলাধুলা করছিল। হঠাৎ কৃষি জমিতে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরপাড়ে উঠে যায়। এতে মাহিন্দ্রাটির নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র শিশুসন্তানকে হারিয়ে পরিবারটি শোকে দিশেহারা হয়ে পড়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল প্যাদা বলেন, ‘গাড়িটির নিয়মিত চালক রনি গাজী হলেও দুর্ঘটনার সময় চালকের সহযোগী জিসান মল্লিক মাহিন্দ্রাটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় লোকজন চালক ও তার সহযোগীকে আটকে রাখে।’

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’