আখাউড়ায় কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

নুরুন্নবী ভুইয়া, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Akhaura
আখাউড়ায় কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
আখাউড়ায় কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মজিবুর রহমান (৫০) নামে এক দুবাই ফেরত প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে ১২টার দিকে উপজেলার আজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মজিবুর রহমান উপজেলার আজমপুর গ্রামের আজগর আলীর ছেলে। তিনি ঈদ উদযাপন করতে ২০ দিন আগে দুবাই থেকে দেশে আসেন।

স্থানীয় ইউপি মেম্বার ফিরোজ ভুইয়া জানান, দুপুরে নিজের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে অসাবধানতায় পাশের বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবুর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’