কোনো রক্তচক্ষু জামায়াতের কর্মীরা মেনে নিবে না : আবিদুর রহমান

শহরের কলোনিস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া সদর পূর্ব জোনের কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল এ কথা বলেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বক্তব্য রাখেন আবিদুর রহমান সোহেল
বক্তব্য রাখেন আবিদুর রহমান সোহেল |নয়া দিগন্ত

বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ‘এবার জনগণ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে বেছে নিবে। দেশের জনগণের পালস বুঝতে হবে, তারা আর একটি ফ্যাসিবাদ কোনো অবস্থাতেই মেনে নিবে না। যার প্রমাণ হলো বৃহৎ ক্যাম্পাসগুলোতে নির্বাচন। আগামী নির্বাচনে অনেকে মেকানিজম করার কথা চিন্তা করছেন। কিন্তু কোনো রক্তচক্ষু জামায়াতের কর্মীরা মেনে নিবে না।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) শহরের কলোনিস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া সদর পূর্ব জোনের কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা শিবিরের পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যাপক হারুন অর রশিদ, প্রভাষক হেলাল উদ্দিন, মোখলেছুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা বেলাল হোসেন, মাওলানা আমিনুল ইসলাম।