তারেক রহমানের নামে অপপ্রচারের বিরুদ্ধে ফরিদপুরে প্রতিবাদ সমাবেশ

জিয়া পরিবারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সামাজিক বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। যা অত্যন্ত নিন্দনীয়।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ফরিদপুরে ড্যাবের প্রতিবাদ সমাবেশ
ফরিদপুরে ড্যাবের প্রতিবাদ সমাবেশ |নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অপপ্রচার ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

শনিবার (১৯ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ড্যাবের জেলা সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আরো বক্তব্য দেন ডা: রফিকুল ইসলাম, ডা: মিজানুর রহমান, ডা: নুরুল ইসলাম রানা, ডা: আলামিন সারোয়ার প্রমুখ।

এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করে বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সামাজিক বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। যা অত্যন্ত নিন্দনীয়।

বক্তারা আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে মিলে এই চক্রান্তকারীদের প্রতিহত করতে হবে। তারা এ কাজে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।