যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম চাঁদপাড়া গ্রামের মরহুম আইনুদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
জানা যায়, তিনি চাঁদপাড়া বাজার থেকে বাড়ীতে ফিরছিলেন। এ সময় তিনি চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় তিনি মারাত্মক আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। যশোরে নেওয়ার পথে তিনি মারা যান।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



