কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল অ্যাম্বুলেন্সে থাকা মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে নগদ ৩২ হাজার ৬০০ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়া হয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্সে লাশ আছে কিনা নিশ্চিত হতে লাশের মুখের কাপড় সরিয়ে দেখেন ডাকাতের ওই সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ২টার দিকে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২৫ জুন) দিবাগত রাত ২টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের দুর্গাপুর মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, বুধবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোড়াদহ ইউনিয়নের সৌদিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৬০)। পরে সেখান থেকে তার লাশ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে বাড়ির উদ্দেশে রওনা দেয় তারা। রাত ২টার দিকে দুর্গাপুর মাঠের মধ্যে পান বরজের কাছে পৌঁছালে ডাকাত দল অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে। পরে তারা স্বজনদের সাথে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, সকালে ঘটনা জানার পরে অভিযুক্তদের আটকে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।



