সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

Location :

Golapganj
গ্রেফতার ফরিদ আহমেদ সাজু ওরফে ফরিদ উদ্দিন
গ্রেফতার ফরিদ আহমেদ সাজু ওরফে ফরিদ উদ্দিন |নয়া দিগন্ত

গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ সাজু ওরফে ফরিদ উদ্দিনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ এলাকা থেকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ফরিদ আহমেদ সাজু ওরফে ফরিদ উদ্দিন উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের গৌছ উদ্দিনে ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

গ্রেফতার ফরিদ আহমেদ সাজু ওরফে ফরিদ উদ্দিন গোলাপগঞ্জ মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা নম্বর-৬ এর আসামি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

এদিকে শুক্রবার ও শনিবার (১১ ও ১২ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমানকে ও গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বি আল মাহিদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

রাব্বি আল মাহিদ উপজেলার রনকেলী গ্রামের কালু মিয়ার ছেলে। ওয়েছুর রহমানকে শুক্রবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার দাড়িপাতন গ্রামের মরহুম আব্দুর রহিমের ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।

আটক তিনজন গোলাপগঞ্জ মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলার আসামি থাকায় পুলিশ তাদেরকে আটক করে।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ সাজু ওরফে ফরিদ উদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা।