দিনাজপুরের ছয়টি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

দিনাজপুর জেলার ছয়টি আসনে বিএনপি ও জামায়াতের সকল প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে চারটি।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরের ছয়টি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
দিনাজপুরের ছয়টি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল |নয়া দিগন্ত

দিনাজপুর জেলার ছয়টি আসনে বিএনপি ও জামায়াতের সকল প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে চারটি। রোববার (৪ জানুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ে উপস্থিত ছিলেন প্রার্থীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করেছেন।

বৈধ প্রার্থীরা হচ্ছেন- দিনাজপুর–১ মো: মতিউর রহমান, দিনাজপুর–২ অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, দিনাজপুর–৩ অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর–৪ মো: আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর–৫ মো: আনোয়ার হোসেন, ও দিনাজপুর–৬ মো: আনোয়ারুল ইসলাম।

মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় মহান আল্লাহ তাআলার দরবারে তারা শুকরিয়া আদায় করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

তিনি বলেন, ‘ন্যায়-ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এই অগ্রযাত্রা মহান আল্লাহ কবুল করবেন। দিনাজপুর জেলার থেকে বেরিয়ে আসার সময় ছয় প্রার্থী ফটো সেশনে অংশ নেন।