মুন্সিগঞ্জে নিজ ভবনে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan
সিরাজদিখান থানা
সিরাজদিখান থানা |সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আবিরপাড়া গ্রামে নিজ দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আমির শেখ ওই গ্রামেরই কোরবান আলী শেখের ছেলে।

জানা গেছে, ভবনের দ্বিতীয় তলায় আমির শেখ একাই থাকতেন। তার চার মেয়ের সবাই বিবাহিত। স্ত্রী ঢাকায় এক মেয়ের সাথে থাকেন।

ভবনের নিচতলার ভাড়াটিয়া নাসিমা বেগম জানান, সকালে পানির মোটর চালু করতে গিয়ে তিনি আমির শেখকে ডাকতে দ্বিতীয় তলায় যান। এ সময় সিঁড়ির পাশে একটি কক্ষে মেঝে তাকে পড়ে থাকতে দেখেন। তার মুখ, হাত ও পা বাঁধা ছিল। চিৎকার দিলে অন্য ভাড়াটিয়ারা ছুটে আসেন এবং পরে পুলিশে খবর দেয়া হয়। সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।