গৌরনদীতে ডোবার পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

তামিম এক সহপাঠীকে সাথে নিয়ে মাদরাসার পাশের ডোবায় গোসল করতে নামে। কিছুক্ষণ পর তামিম পানিতে তলিয়ে গেলে অপর সহপাঠী চিৎকার দিয়ে অন্যদের খবর দেয়।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
গৌরনদী মডেল থানা
গৌরনদী মডেল থানা |ফাইল ছবি

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলায় ডোবার পানিতে ডুবে তামিম সরদার (৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গেরাকুল গ্রামে এ ঘটনা ঘটে।

তামিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা তাইজুদ্দিন সরদারের একমাত্র সন্তান। সে গেরাকুলস্থ উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমী মাদরাসার আবাসিক নাজেরা শাখার শিক্ষার্থী।

মাদরাসার সহপাঠীরা জানায়, সকালে সবার অজান্তে তামিম এক সহপাঠীকে সাথে নিয়ে মাদরাসার পাশের ডোবায় গোসল করতে নামে। কিছুক্ষণ পর তামিম পানিতে তলিয়ে গেলে অপর সহপাঠী চিৎকার দিয়ে অন্যদের খবর দেয়। পরে শিক্ষক ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।