সিলেট রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: সারওয়ার আলম। সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্টেশনে পৌঁছে সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে গণমাধ্যমের সাথে আলাপের সময় জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘এখন টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, তারপরও কীভাবে টিকিট কালোবাজারি হয়-এটি আমরা তদন্ত করে দেখব। স্টেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের অনিয়মে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘যারা টিকিট কালোবাজারি করছে, তারা অনলাইনে একাধিক অ্যাকাউন্ট খুলে মুহূর্তের মধ্যে অনেকগুলো টিকিট সংগ্রহ করছে-এটি এক ধরনের কারসাজি। এমন অনৈতিক কার্যক্রম চলতে দেয়া যায় না। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া হবে।’
জেলা প্রশাসক জানান, যাত্রীসেবার মান বাড়াতে বিশেষ কোচ চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। একই সাথে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে, যাতে যাত্রীসাধারণ ছিনতাই বা কর্মচারী এ ধরনের অনিয়মে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘যারা টিকিট কালোবাজারি করছে, তারা অনলাইনে একাধিক অ্যাকাউন্ট খুলে মুহূর্তের মধ্যে অনেকগুলো টিকিট সংগ্রহ করছে-এটি এক ধরনের কারসাজি। এমন অনৈতিক কার্যক্রম চলতে দেয়া যায় না। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া হবে।’
জেলা প্রশাসক জানান, যাত্রীসেবার মান বাড়াতে বিশেষ কোচ চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। একই সাথে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে, যাতে যাত্রীসাধারণ ছিনতাই বা অন্য কোনো অপরাধের শিকার না হন।’
পরিদর্শনের সময় জেলা প্রশাসক স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও রেলওয়ে কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি যাত্রীদের সাথে কথা বলে তাদের সমস্যা ও পরামর্শ শোনেন।
ডিসি সারওয়ার আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন-যাত্রীসেবা আরো উন্নত করতে স্টেশনের শৃঙ্খলা বজায় রাখা, ভ্রাম্যমাণ দোকান ও অনিয়ম নিয়ন্ত্রণে রাখতে এবং টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে।
এ সময় সিলেট রেলওয়ের কর্মকর্তারা জেলা প্রশাসকের সাথে ছিলেন।