সাভারে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

সাভার মডেল মসজিদের সামনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ঢাকা জেলা জামায়াতের নেতাকর্মীরা।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)
সাভারে জামায়াতের বিক্ষোভ
সাভারে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ঢাকা জেলা জামায়াতের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) জুমার পর জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে সাভার মডেল মসজিদের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, আব্দুল কুদ্দুস, ইমদাদুল হক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানা আমির আব্দুল কাদের, আশুলিয়া থানা আমির বশির আহমেদ, ওলামা থানা আমির ড. খলিলুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।