চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ফজলুল হকের মনোনয়ন বৈধ

রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কর্তৃক চট্টগ্রাম-৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে গত ১২ জানুয়ারি আপিল নামন্জুর করে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক |নয়া দিগন্ত

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (১৮ জানুয়ারি) পূর্ণাঙ্গ আপিল শুনানি শেষে ডা: ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কর্তৃক চট্টগ্রাম-৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে গত ১২ জানুয়ারি আপিল নামন্জুর করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ওই বাতিল আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেন ডা: ফজলুল হক। আজ রোববার দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।