বেগম জিয়ার বাবার বাড়ির এক দুর্লভ ছবি

দিনাজপুরের তৈয়বা ভিলায় তোলা এই দুর্লভ ছবিটি বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের ইন্তেকালের দু’দিন পরের, যেখানে পরিবারের সদস্যদের সাথে তার উপস্থিতি দেখা যাচ্ছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বেগম জিয়ার বাবার বাড়ির এক দুর্লভ ছবি
বেগম জিয়ার বাবার বাড়ির এক দুর্লভ ছবি |নয়া দিগন্ত

দিনাজপুর শহরের বালুবাড়ির তৈয়বা ভিলা বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি। এখানেই কেটেছে তার জীবনের শৈশব ও কৈশোর কাল। ১৯৮৪ সালে ১৫ নভেম্বর বেগম খালেদা জিয়ার বাবা অর্থাৎ তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদার দিনাজপুরে তার বাসভবনে ইন্তেকাল করেন। এ সময় বেগম খালেদা জিয়া সপরিবারে দিনাজপুরে আসেন এবং কয়েক দিন অবস্থান করেন।

ছবিটি বাবা ইস্কান্দার মজুমদারের ইন্তেকালের দু’দিন পরের। ছবিটিতে বেগম জিয়াসহ রয়েছেন তার মা তৈয়বা মজুমদার, তারেক রহমান, শামীম ইস্কান্দারসহ পরিবারের অনেক সদস্য। পারিবারিক আপনজনদের একটি দুর্লভ ছবি সেই সময়কার স্মৃতি বহন করছে।